সারোগেট বা সারোগেসি পদ্ধতি কি?


সারোগেট পদ্ধতি

কাকের বাসায় কোকিলের ডিম পাড়ার কথা তো শুনেছেন ই নিশ্চই। এটার মাধ্যমে কাকের আদর যত্নে কোকিলের বাচ্চা রা বড় হয়। এটাও কিছুটা সেরকম ই। এক্ষেত্রে কোকিল সড়োগেসি চাওয়া মা বাবা ,আর কাক হলো সারোগেট মাদার।


মা এবং বাবার দেহ থেকে শুক্রাণু ও ডিম্বাণু নিয়ে শরীরের বাইরে তাদের ফার্টিলাইজ করে তা থেকে ভ্রূণ তৈরি করে সেই ভ্রূণ অন্য কোনো ইচ্ছুক মহিলার(টাকার বিনিময়ে সাধারণত) ভিতরে রেখে দেওয়া হয় বড় হবার জন্য ,জন্ম দেওয়ার জন্য বাচ্চার। যে মহিলার শরীরে বাচ্চাটি বড় হয় তাকে বলা হয় সারোগেট মাদার।

করার কারণ: আমি গর্ভধারণ করতে পারেন না তাদের বিভিন্ন সমস্যার কারণে। বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক সমস্যা হয়ে থাকে। যদি এখন কিছু কিছু নায়িকারা তাদের শারীরিক কষ্ট না পেতে অথবা শারীরিক গঠন বজায় রাখার জন্য এই প্রথা ব্যবহার করছেন। প্রিয়াঙ্কা চোপড়া তিনিও এভাবেই সন্তান নিয়েছেন।


আরও বিস্তারিত পড়ুনঃ উইকিপিডিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ