উড়িবার যোগফল শূন্য - বই রিভিউ

উড়িবার যোগফল শূন্য

 ডিঙি নৌকা পুকুরে একলা ভাসছে। তাও আবার মাঝ পুকুরে। বৈঠা ঘাটে অনিন্দ্যর ছোটবেলার কথা মনে পড়ে। ঘাটে কোনো নৌকা বাধাঁ থাকলেই হলো, ও গিয়ে দড়ি খুলে ছেড়ে দিতো। সেটা পুকুর, খাল কিংবা নদী যেখানেই হোক। নৌকা ভাসতে ভাসতে কতো দূর যায়, তা দেখাই ছিলো ওর নেশা।  কিংবা আনন্দ কখনও কখনও নিজেও উঠে পড়তো নৌকাতে। খুলে দিতো লগি'র বাধন। সাঁতার না জানলেও কোনো ভয় কাজ করতো না। নৌকায় শুয়ে ও আকাশ দেখতো। এখনও ইচ্ছে করছে অমন করে ভেসে যেতে। যতো দূর যাওয়া যায়। মানুষের চোখের আড়াল হয়ে যাওয়া।  শুদু ভেসে থাকা মেঘ, মাছরাঙা, পানকৌড়ি, কচুরী ফুল সঙ্গী হবে।

উপরোক্ত অংশটি তুষার আবদুল্লাহ রচিত "উড়িবার যোগফল শূন্য" বই থেকে নেয়া হয়েছে। বইটি বাতিঘর (ঢাকা, চট্টগ্রাম, সিলেট), পাঠক সমাবেশ, রকমারি ডট কম সহ সকল অনলাইন বুকশপ এবং লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে। কিংবদন্তী পাবলিকেশন থেকেও সংগ্রহ করা যাবে।

এছাড়া বইমেলায় কিংবদন্তী পাবলিকেশন এর স্টলে বইটি পাওয়া যাচ্ছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ