এক সঙ্গে লুৎফর হাসান - বই রিভিউ


 এক সঙ্গে লুৎফর হাসান 

১৯৮৫। নভেম্বরের মাঝামাঝি সময়। কাঁচা হলুদ রঙের বিকেল। পার্কিং সৈকতে বাবা হামিদুল ইসলাম, মা অনিন্দিতা সেন, আর বড় বোন সায়মা ইসলামের সাথে বেড়াতে আসে পরাগ নামের সাত বছরের এক কিশোর। চোখেমুখে রোদ পড়া বালির মতো প্রাণচঞ্চলতা স্পষ্ট হয়ে খেলা করেছিলো সেদিনও। বাবা মা বেড়াতে গেছেন মোহসেন আউলিয়ার মাজারে। পরাগ থেকে গেছে হামিদুল ইসলামের বন্ধু হায়দার সাহেবের ঘরেই। বিকেলে ইচ্ছে করেই সে সমুদ্রের পাড়ে গিয়ে বসেছিলো। একা। কেউ ছিলো না পাশে। সন্ধে নামার আগেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভলেন্টিয়াররা মাইকিং করছিলো দশ নম্বর মহাবিপদ সংকেতের। সবাই ছোটাছুটি করছিলো। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের সামনে তখন মানুষের পাশাপাশি গরু ছাগল হাঁস-মুরগি আরও কত কিছু। 

উপরোক্ত অংশটি লুৎফর হাসান রচিত  "এক সঙ্গে লুৎফর হাসান " বই থেকে নেয়া হয়েছে। বইটি বাতিঘর (ঢাকা, চট্টগ্রাম, সিলেট), পাঠক সমাবেশ, রকমারি ডট কম সহ সকল অনলাইন বুকশপ এবং লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে। কিংবদন্তী পাবলিকেশন থেকেও সংগ্রহ করা যাবে।

এছাড়া বইমেলায় কিংবদন্তী পাবলিকেশন এর ৭৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ